জীবনের কিছু রাস্তা একাই চলতে হয় কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাঁদতে হয় অনেক কিছু আশা অপূর্ণ রয়ে যায় কেউ কিছু পায় আবার অন্যদিকে কেউ কিছু হারায় তারপর ও বাঁচতে হয় । এর ই নাম জীবন । আমাদের জীবন হলো ঝরে যাওয়া পাতা যেখানে যাই সেখানে পাই শুধু বেথা আমাদের জীবন হলো সুভাশ বিহিন ফুল সেখানে যাই সেখানে সবাই বুঝে ভুল আমারদের জীবন হলো পানি বিহিন নদ ভালোবেসে হারালাম জীবনের ই পথ । যদি আকাশে কোন খসে পড়া তারা দেখো তাহলে তখন একটা উইশ কর তোমার সেই উইশ পুরন হবেই কারন এই ভাবেই তো আমি তোমায় নিজের করে পেয়েছিলাম । Read More >> Happy new year sms যখনি একটু দুঃখ টা মুছে দিতে যাই আবার নতুন করে আরো বেশী কষ্ট যে পাই রাখবার জায়গা তো আমার আর নাই, রাখবো কোথায় ? পারছি না আর বইতে তোমাদের দেয়া খুশি ঘুরিয়ে দিও আমার সেই পুরনো হাসি বার বার কেনো মিথ্যে বলো আমি তোমায় ভালোবাসি ?